Logo Logo
জাতীয়

পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চালু হচ্ছে বুয়েটের তৈরি ই-রিকশা


Splash Image

ছবি: সংগৃহীত

ঢাকার পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা।


বিজ্ঞাপন


ঢাকার পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা। পরিবেশবান্ধব ও স্মার্ট নগর পরিবহনের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

শনিবার (২৮ জুন) গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, আগামী আগস্ট মাস থেকে দক্ষিণ সিটির অধীনে পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির আওতাধীন উত্তরায় এই ই-রিকশা সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রশিক্ষিত চালক তৈরির উদ্যোগ

ই-রিকশা চালানোর জন্য দক্ষ চালক তৈরি করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।

প্রথম ধাপে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ে আরও চালকদের প্রশিক্ষণ প্রদান করবেন। এদের মধ্যে ২০০ জন যুব উন্নয়ন অধিদপ্তর ও শিক্ষার্থীদের মধ্যে থেকে এবং বাকি ১০০ জন ঢাকা মহানগর পুলিশের সদস্যদের মধ্য থেকে বাছাই করা হয়েছে।

এই উদ্যোগকে পরিবেশবান্ধব নগরী গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

-এমএসকে

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন