প্রবীন সাহনি,সাবেক সেনা কর্মকর্তা।
বিজ্ঞাপন
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রবীন সাহনি বলেন, গত ১১ বছরে দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালায় ধারাবাহিক ব্যর্থতা দেখা গেছে। এ পরিস্থিতির জন্য তিনি সরাসরি দায়ী করেছেন দেশের কিছু প্রভাবশালী গণমাধ্যমকে।
তার মতে,
“গেরুয়াভাবাপন্ন, অশিক্ষিত এবং আত্মম্ভরী একটি গণমাধ্যম-শ্রেণি—যারা রিপাবলিক ও এনডিটিভির মতো চ্যানেলের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করছে—তারা ভারতের প্রকৃত অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা।”
তিনি আরও লেখেন,
“আমি কোনো দেশের এজেন্ট নই। আমি একজন সাধারণ নাগরিক, যে চায় তার দেশ সত্যিকার অর্থে উন্নত হোক। এই মিডিয়াগুলোই প্রকৃত দেশবিরোধী।”
সাহনির এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ একে সাহসী বাস্তবতা বললেও, অনেকে আবার বিষয়টিকে চরমপন্থী অবস্থান হিসেবে দেখছেন।
-এমএসকে
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...