Logo Logo
জাতীয়

সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে—ডেঙ্গু নিয়ে শঙ্কায় সিভিল সার্জন


Splash Image

বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।


বিজ্ঞাপন


একই সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন নেছার উদ্দিন নামের এক ব্যক্তি, যিনি বেতাগী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে এবং মৃতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, পাথরঘাটায় ৫ জন, তালতলী ও আমতলীতে ৩ জন করে এবং বেতাগীতে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলায় ২২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন, বামনায় ১৭ জন, আমতলী ও তালতলীতে ১২ জন করে, পাথরঘাটায় ১০ জন এবং বেতাগীতে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা সদর উপজেলায়—মোট ২ হাজার ৬৫৭ জন। এছাড়া পাথরঘাটায় ১১৮ জন, বামনায় ৬৮ জন, তালতলীতে ৩১ জন, আমতলীতে ৩০ জন এবং বেতাগীতে ২৮ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ২ জনের বেতাগী এবং ১ জনের বাড়ি পাথরঘাটায়।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই এই সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসাসেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি যদি এমনই থাকে, তবে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।” তিনি আরও বলেন, “জনসচেতনতার পাশাপাশি স্থানীয়ভাবে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে।

-সফিকুল ইসলাম রাসেল, বরগুনা

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন