Logo Logo
বাংলাদেশ

শেরপুর সীমান্তে গারো পাহাড়ে অভিযান, ৪০ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার


ভোরের বাণী

Splash Image

শেরপুরের ঝিনাইগাতীতে ছালমা রাবার বাগান থেকে উদ্ধার হওয়া ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল সারিবদ্ধভাবে সাজানো অবস্থায়। ছবি : সংগৃহীত (সময় সংবাদ)

ঝিনাইগাতীর সীমান্ত ঘেঁষা রাবার বাগানে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।


বিজ্ঞাপন


মোঃ আরিফুর রহমান, শেরপুর // শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় গোপন অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানা সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা ওই এলাকায় ভারত থেকে বিপুল পরিমাণ মদের চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ৩০টি বস্তায় মদের বোতল রেখে পালিয়ে যায়।

পরে ওই বস্তাগুলো থেকে মোট ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন বলেন, "আমরা বেশ কিছুদিন ধরেই তথ্যের ভিত্তিতে ঘটনাটি পর্যবেক্ষণ করছিলাম। ভোরে গোপনে অভিযান চালিয়ে এই চালানটি আটক করতে সক্ষম হই। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।"

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ