Logo Logo

মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারের আহ্বান উপদেষ্টা সজীব ভূঁইয়ার


Splash Image

ছবি : সংগৃহীত।

মুসলিম বিশ্বের মধ্যে নেতৃত্বমূলক ভূমিকা জোরদার করতে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (০৩ জুলাই) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মরক্কো সফররত বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মরক্কোর জাতীয় শিক্ষা, প্রাক-প্রাথমিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদা-র মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে।

বৈঠকের শুরুতে মরক্কোর মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদা দেশটির সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামোর ওপর একটি বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি বিশেষভাবে "স্টাডি অ্যান্ড স্পোর্টস" মডেলের উল্লেখ করেন, যা শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে বলে জানান। পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তারে মরক্কো সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ তুলে ধরেন তিনি।

বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব ভূঁইয়া মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ষষ্ঠ-এর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অর্জিত উন্নয়নের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “মরক্কোর শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত মডেল একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।”

তিনি প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন। পাশাপাশি মুসলিম বিশ্বের মধ্যে নেতৃত্বমূলক ভূমিকায় বাংলাদেশ ও মরক্কোর সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি দুই দেশের জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখেন। এছাড়া ২০২৫ সালে অনুষ্ঠেয় “গ্লোবাল ইয়ুথ সামিট”-এ মরক্কোর মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদাকে আমন্ত্রণ জানান।

উত্তরে মরক্কোর মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ও যুব উন্নয়নে সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেন। তিনি জানান, মরক্কো বর্তমানে প্রি-স্কুল কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শ্রেণিকক্ষকে আরও আনন্দদায়ক ও শিক্ষণ উপযোগী করতে কাজ করে যাচ্ছে। দেশটির শিক্ষার্থীদের একাডেমিক তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেইজে সংরক্ষণ করা হচ্ছে, যা নীতিনির্ধারণী পর্যায়ে সহায়ক হিসেবে কাজ করছে।

উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এই বৈঠক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ-মরক্কো সহযোগিতাকে আরও জোরালো করবে এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...