Logo Logo
বিশ্ব

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার ২৬০, গত এক দিনে নিহত ১৩৮


Splash Image

ছবি : সংগৃহীত।

মৃত্যুর মিছিল থামছে না ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৩৮ জন ফিলিস্তিনি নাগরিক। আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো অভিযানে নিহতের এ সংখ্যা শুধু সাম্প্রতিক দুই দিনের নয়—বরং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের ধারাবাহিকতায় গাজায় প্রাণহানির সংখ্যা এখন ৫৭ হাজার ২৬৮-এ পৌঁছেছে। একই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা না গেলে হতাহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়।

ইসরায়েলের এই সামরিক অভিযান শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর। সেদিন হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় গাজায়। তার জবাবে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের ১৮ মার্চ থেকে আইডিএফ দ্বিতীয় দফায় হামলা শুরু করে গাজায়। এর পর থেকে গত আড়াই মাসে নিহত হয়েছেন আরও ৬ হাজার ৭১০ জন এবং আহত হয়েছেন ২৩ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনি।

জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ। তাদের উদ্ধারে আবারও সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ