Logo Logo
বিশ্ব

বুরকিনা ফাসোয় সেনা-জিহাদিদের লড়াইয়ে নিহত ৫১


Splash Image

ছবি : সংগৃহীত।

বুরকিনা ফাসোর নাইজার সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের ভয়াবহ হামলায় ১০ জন সেনা নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৫ জন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার একযোগে দুইটি স্থানে চালানো এই হামলায় ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটি বর্তমানে সামরিক জান্তার শাসনে পরিচালিত হচ্ছে এবং এক দশকেরও বেশি সময় ধরে আল-কায়েদা ও ইসলামিক চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

বুরকিনা ফাসোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি এক সরকারি বিবৃতিতে জানান, শতাধিক জঙ্গি হামলাকারী বোলাউন্ডজৌঙ্গা ও সামিরা এলাকায় একযোগে আক্রমণ চালায়। এই দুটি এলাকা গোথেয় বিভাগের অন্তর্গত, যা মালি ও নাইজার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই জিহাদি তৎপরতার জন্য পরিচিত।

জাতীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, “এই হামলায় ১০ জন সৈন্য প্রাণ হারিয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। পাল্টা প্রতিরোধে সেনাবাহিনী শত্রুপক্ষের ৪১ জনকে নির্মূল করেছে।”

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ