Logo Logo

গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬


Splash Image

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।

চলতি বছর এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর, অর্থাৎ ১৮ মার্চ, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

২০২২ সাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে। একপর্যায়ে তা শূন্যের কাছাকাছি নেমে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...