Logo Logo
বিশ্ব

প্রয়োজনে টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে পারবে ইরান—হুঁশিয়ারি জেনারেলের


Splash Image

ছবি: সংগৃহীত

ইরান প্রয়োজনে টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে সক্ষম—এমনই দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।


বিজ্ঞাপন


ইরান প্রয়োজনে টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে সক্ষম—এমনই দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

সোমবার (৭ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমাদের যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে, তার অধিকাংশই এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ হলেও আমরা টানা দুই বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবো, তবু মজুদ শেষ হবে না।”

সেই সঙ্গে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে।

একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন,

“ইসরায়েল জানে, আমাদের অনেক সামরিক শক্তি এখনো ব্যবহারই করা হয়নি। কুদস ফোর্স, নৌবাহিনী এবং সেনাবাহিনীর বড় অংশ এখনো মাঠে নামেনি।”

তিনি আরও বলেন,

“ইরান কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে, যেগুলো নিরাপদ ঘাঁটিতে সংরক্ষিত রয়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইসরায়েল আচমকা বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ৯৩৫ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এতে অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জন আহত হয়েছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ