Logo Logo

একটি দোয়া, যা পড়লে বাজারেই মাফ হবে ১০ লাখ গুনাহ!


Splash Image

ছবি: সংগৃহীত

বাজারে যাওয়ার সময় একটি বিশেষ দোয়া পড়ার বিষয়ে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এই দোয়াটি হলো:

উচ্চারণ:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ইউহ্যি ওয়া ইউমিতু, ও হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদির।”

অর্থ:

আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। সব রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব ও মৃত্যুহীন। সমস্ত কল্যাণ তাঁর হাতে এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।

ফজিলত:

হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা বিপুল সওয়াব লিখে দেন। হাদিস অনুযায়ী, তার জন্য ১০ লাখ সওয়াব লেখা হয়, ১০ লাখ গুনাহ মাফ করা হয় এবং মর্যাদাও ১০ লাখ গুণ বৃদ্ধি করা হয়।

(তিরমিজি, হাদিস: ৩৪২৮)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...