Logo Logo
বাংলাদেশ

নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


Splash Image

বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর তীরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের ইছামতি নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়কাটিয়া বাজারের পশ্চিমপাশে ইছামতি নদীর তীরে ঘাস কাটছিলেন নবীর উদ্দেনের স্ত্রী মঞ্জিলা খাতুন। এসময় তিনি নদীর তীরে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। তবে ধারনা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে ধুনট থানার এস আই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

-মাসুম বিল্লাহ, বগুড়া

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন