Logo Logo
বাংলাদেশ

চট্টগ্রামের হালিশহরে আবারও নালায় পড়ে শিশুর মৃত্যু


Splash Image

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম।

নিহত শিশু হুমায়রার মা একজন গার্মেন্টসকর্মী এবং বাবা এলাকায় ডিশ লাইনে কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বলেন, ‘নালায় পড়ে শিশু নিখোঁজের খবর শুনে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসেন। সবাই মিলে নালার স্ল্যাব তুলে খোঁজ শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় এক যুবক শিশুটিকে উদ্ধার করেন।’

নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। এর মধ্যে ২০২০ সালে দুই, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ