ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই দুই তরুণ শিগগিরই দেশে ফিরে আন্দোলনে অংশ নেবেন বলে জানিয়েছেন ইমরানের বোন আলিমা খান।
বুধবার (৯ জুলাই) কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আলিমা খান বলেন, “ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—জনগণকে শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আলোচনা বা সমঝোতার পথ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং ৫ আগস্টের মধ্যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরিকল্পনা করছেন।”
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ইমরান খানের কারাবাসের দুই বছর পূর্ণ হবে।
আন্দোলনে দুই ছেলের অংশগ্রহণ প্রসঙ্গে আলিমা জানান, “কাসিম ও সুলাইমান যুক্তরাষ্ট্রে থাকলেও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর আগেও আমরা তাদের থামিয়েছিলাম। কিন্তু এখন তারা বাবার অনুমতির অপেক্ষায় নেই—তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।”
তিনি বলেন, “পুরো পরিবার পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে রয়েছে। এটি আর শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি ন্যায়বিচার ও পাকিস্তানের ভবিষ্যতের প্রশ্ন।”
আলিমা খান জোর দিয়ে বলেন, “যারা আন্দোলনের ভার নিতে পারবেন না, তাদের এখনই সরে দাঁড়ানো উচিত—এটাই ইমরান খানের বার্তা।”
এদিকে পাকিস্তানে পিটিআই’র এই নতুন আন্দোলন কতটা জনসমর্থন আদায় করতে পারবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন।