ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ওয়াং ই। বৈঠকে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে প্রতিশ্রুতি দেন।
ওয়াং ই বলেন, “চীন শুধু বাংলাদেশের বন্ধু নয়, আমরা একটি বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও সহযাত্রী হিসেবেও পাশে থাকতে চাই।” তিনি জানান, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান রেখে দেশটিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে চীন সবসময় সমর্থন দিয়ে যাবে।
এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নের পথ অনুসন্ধানে প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু অতীত বন্ধুত্বের স্মারক নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ।” তিনি জানান, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চীন সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিসেবে দেশটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন।