বিজ্ঞাপন
তিনি রাজবাড়ীর সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-স্বপন বিশ্বাস, রাজবাড়ী