Logo Logo
বাংলাদেশ

সিংগাইরে সাপের দংশন থেকে রক্ষায় কৃষকদের মাঝে গামবুট বিতরণ


Splash Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাপের কামড়ের ঝুঁকি কমাতে প্রান্তিক কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে ডিপ ইকোলোজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


‘স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর’ শীর্ষক এই কার্যক্রমে সহায়তা করে হিউম্যানিটি বেয়ন্ড ব্যারিয়ারস এবং মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন। রামনগর গ্রামের বিল্লাল হোসেন মাস্টারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন প্রান্তিক কৃষকের হাতে সুরক্ষামূলক গামবুট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ ইকোলোজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া। বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান, প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবির এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন বলেন,

“সচেতনতার অভাবে সাপের কামড়ে প্রতি বছর অনেক প্রাণহানি ঘটে। এখনও অনেক মানুষ ওঝার কাছে গিয়ে প্রাণ হারান। প্রথমেই চিকিৎসকের কাছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রকল্প পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন,

“আমাদের লক্ষ্য হলো সাপের কামড়ে মৃত্যুহার কমানো এবং কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম সহজলভ্য করার দাবিও জানাই।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান জানান,

“প্রান্তিক পর্যায়ে অনেক কৃষক সঠিক জ্ঞানের অভাবে সাপের কামড়ের শিকার হন। শুধু গামবুট ব্যবহারের মাধ্যমেই মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় সিংগাইরের তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ৩০০ জোড়া গামবুট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাপের কামড়জনিত দুর্ঘটনা রোধে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন উপস্থিতরা।

প্রতিবেদক - মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ।

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন