Logo Logo
বিশ্ব

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১, আহত ৫


Splash Image

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর চালানো এক ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি।


বিজ্ঞাপন


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়েহর আল-নুমাইরিয়া এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং গুরুতর আহত হন পাঁচজন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল মোহাম্মদ শোয়েব নামের এক ব্যক্তি, যিনি নাকি লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে ইরান থেকে অস্ত্র পাচারে জড়িত ছিলেন।

ইরানসমর্থিত হিজবুল্লাহর সঙ্গে মাসব্যাপী যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল এই হামলা চালিয়েছে। গত ২৭ নভেম্বর একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে। তবে এরপরও বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে জানান, তিনি ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী হলেও বর্তমানে সম্পর্ক স্বাভাবিকীকরণ লেবাননের পররাষ্ট্রনীতির অংশ নয়।

এই ঘটনার ফলে লেবানন-ইসরায়েল সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ