Logo Logo
বিশ্ব

ভোর থেকে গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা, ত্রাণের অপেক্ষায় ছিলেন ২৭ জন


Splash Image

গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে শনিবার (১২ জুলাই) ভোর থেকে কমপক্ষে ২৭ জন ত্রাণপ্রার্থীসহ অন্তত ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


বিজ্ঞাপন


দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরের আল-শাকুশ এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া শত শত মানুষের ওপর ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালায়। স্থানীয় ও চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানায়, দুর্ভিক্ষের প্রেক্ষাপটে খাদ্য পাওয়ার আশায় মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, গত ছয় সপ্তাহে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় অন্তত ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি অবরোধের ১০৩ দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতার মধ্যে গাজায় ৬ লাখ ৫০ হাজারের বেশি শিশুসহ লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে। এতে বলা হয়, আধুনিক সময়ের ইতিহাসে এটি সম্মিলিত অবরোধের অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, শুধুমাত্র গত তিন দিনেই চরম মানবিক ঘাটতি ও চিকিৎসার অভাবে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দুর্ভিক্ষে অন্তত ৬৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং গাজার প্রায় ১২.৫ মিলিয়ন মানুষ বর্তমানে ‘বিপর্যয়কর ক্ষুধার’ সম্মুখীন।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ