গ্রাফিক্স : ভোরের বাণী।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৮ জুলাই) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মেয়েকে টিকটক ডিলিট করতে বলার পরও সে তা না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা। একপর্যায়ে মেয়েকে গুলি করে হত্যা করেন তিনি।
এ বিষয়ে পুলিশ মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, “মেয়ের বাবা তাকে টিকটক ডিলিট করতে বলেছিল। কথা না শোনায় তিনি তাকে হত্যা করেছেন।”
ঘটনার পর নিহত কিশোরীর পরিবার প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য। পরে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া পিতা পুলিশের হাতে গ্রেফতার হন।
উল্লেখ্য, টিকটক পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও স্বল্পশিক্ষিতদের মধ্যেও অ্যাপটির জনপ্রিয়তা রয়েছে। এ নিয়ে পরিবারে নানা সময়ে বিরোধ দেখা দিলেও, প্রাণহানির মতো ঘটনা সমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলছে।