Logo Logo
বাংলাদেশ

গোপনে আ.লীগ নেতাকে সভাপতি করে মাদ্রাসা কমিটি অনুমোদন!


Splash Image

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল দাখিল মাদরাসায় গোপনে ও নিয়মবহির্ভূতভাবে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


শনিবার (১২ জুলাই) ভালুকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাদরাসাটির জমিদাতা পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দাতা সদস্য আকতার হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো কমিটি বিলুপ্ত হয়। কিন্তু মাদ্রাসার সুপার মো. রাশেদুল ইসলাম আকন্দ কোনো রকম নিয়মনীতি না মেনে গোপনে নতুন কমিটি গঠন করে তা মাদরাসা বোর্ডে পাঠান। এর প্রেক্ষিতে ২৪ জুন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলী হোসেন খানকে এবং দাতা সদস্য হিসেবে তার ছেলে, যুবলীগ নেতা আজম খানকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য সদস্যদের মধ্যেও ক্ষমতাসীন দলের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। উল্লেখযোগ্য যে, আজম খান আগের কমিটিরও সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে জমিদাতা পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, সুপার বিপুল অর্থের বিনিময়ে কমিটি গঠনের এই অনিয়মে সহায়তা করেছেন এবং নতুন কমিটি গঠনে দাতা সদস্য ও স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা মাদ্রাসা ব্যবস্থাপনায় নিরপেক্ষ, শিক্ষানুরাগী ও অরাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. রাশেদুল ইসলাম আকন্দ বলেন, "কমিটি গঠনের প্রক্রিয়া বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে। কোনো অনিয়ম হয়নি এবং আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, তিনি ঘটনাস্থলে সরেজমিনে তদন্তে গিয়ে দেখেছেন যে, স্থানীয় শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীরা কেউই নতুন কমিটি গঠনের বিষয়ে কিছু জানেন না।

এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন সামনে এসেছে।

- সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম