Logo Logo

চাঁনখারপুলে ৬ হত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ পুলিশের বিরুদ্ধে বিচার শুরু


Splash Image

রাজধানীর চাঁনখারপুলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বিজ্ঞাপন


সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে দেন আদালত। ফলে বহুল আলোচিত এ হত্যা মামলাটি এখন থেকে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করলো।

ওইদিন সকালে চার গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল। এছাড়া মামলার অপর চার আসামি বর্তমানে পলাতক। তারা হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ৩ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আজকের (১৪ জুলাই) দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। সেদিন গ্রেপ্তার চার আসামির পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হয়। একই ধরনের আবেদন পলাতকদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দাখিল করেন, যা আজ খারিজ করে দেন আদালত।

উল্লেখ্য, ছাত্র ও জনতার চলমান গণঅভ্যুত্থানের অংশ হিসেবে ২০২৫ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। আন্দোলনকারীদের দাবি, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং হঠাৎ করেই পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ২৫ মে আমলে নেয়।

চাঁনখারপুল গণহত্যা মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি দেখা গেছে। এর মধ্যে রয়েছে:

সাভার হত্যাকাণ্ড: আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রামপুরা গুলি ঘটনা: রামপুরায় একটি ভবনের কার্নিশ থেকে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি করে হত্যার মামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারসহ দুই পুলিশ সদস্যকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

কল্যাণপুর অভিযানে হত্যা: ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি দমন অভিযানে নয় তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব মামলার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাষ্ট্রীয় নির্যাতনের সংস্কৃতির বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...