Logo Logo
বাংলাদেশ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৩টি পাখি মাছ, ২৩ হাজার টাকায় বিক্রি


Splash Image

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া তিনটি বিরল পাখি মাছ ট্রলার থেকে নামিয়ে আনা হচ্ছে। ছবি : ভোরের বাণী

সোমবার (১৪ জুলাই) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে বিরল প্রজাতির ৩টি পাখি মাছ (স্থানীয় নাম ‘সেইল ফিস’ বা ‘গোলপাতা মাছ’) ধরা পড়ে।


বিজ্ঞাপন


মাছগুলো নিয়ে আসা হয় আলীপুর মৎস্য আড়তের বিএফডিসি মার্কেটে, যেখানে এক নজর দেখতে ধরে লোকজনের ভিড় জমে যায়।

কারণ— এসব মাছ বর্ষাকালে খুবই স্বল্প পাওয়া যায়। বাজারে চাহিদা কম থাকায় ৩টি মাছ নিলামে বিক্রি করা হয় মোট ২৩ হাজার টাকায়। সাফা ফিসের স্বত্বাধিকারী মোঃ চয়ন ৩৫ কেজি ওজনের একটি মাছ ৪০০ টাকা কেজি দরে (১৪ হাজার টাকা) ক্রয় করেন। বাকি দুইটি মাছ স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ৯ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “বর্ষাকালে এসব মাছ ধরা পড়ে, কিন্তু এলাকার অনেকেই অচেনা প্রজাতি হওয়ায় খেতে চায় না। তবে কক্সবাজার ও ঢাকায় এ মাছের যথেষ্ট চাহিদা রয়েছে।”

এর আগে গত বৃহস্পতিবার আবু সালেহ মাঝি এবং ২৩ জন জেলে মিলিতভাবে এফবি “আল্লাহর দোয়া” নামে একটি ট্রলারে ১৭০ কিমি দূরে সামুদ্রিক জাল ফেললে ইলিশের মধ্যে ৩টি পাখি মাছ উঠেছিল। আবু সালেহ মাঝি জানান, “আগে এই মাছ আরও বেশি ধরা যেত, এখন কম হয়েছে।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পাখি মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ এবং পরিবেশের কারণে খুব বেশি ধরা পড়ে না। তবে এ মৌসুমে কিছুটা বেড়েছে।”

- জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম