Logo Logo
ক্যাম্পাস

রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত শিক্ষাঙ্গন গড়তে হবে : ধর্ম উপদেষ্টা


Splash Image

ছবি : সংগৃহীত।

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে পারলেই দেশের শিক্ষাব্যবস্থা ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


বিজ্ঞাপন


সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ বলেন, “পৃথিবীর কোনো উন্নত দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির সংস্কৃতি নেই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তা প্রকট। এর ফলে শিক্ষা ও গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার মান ঠিক রাখতে হলে শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দূর করতে হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিজের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সবসময়ই গভীর সম্পর্ক ছিল এবং আছে। এখনো সময় পেলে মন চায় শাহজালাল হলে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ঝুপড়িতে বসে চায়ের কাপে চুমুক দিতে। আজকের সন্ধ্যাটা সেই স্মৃতি ফিরিয়ে এনে আমাকে উজ্জীবিত করেছে।”

গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, “ডক্টরেট থিসিসে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ২৫ শতাংশ পর্যন্ত রেফারেন্স গ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে অনুপাতে হার অনেক বেশি, যার ফলে মৌলিক গবেষণার মান বিঘ্নিত হয়।”

অনুষ্ঠানে চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!