Logo Logo
বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬১, ইয়েমেনের পাল্টা আঘাত


Splash Image

ছবি: সংগৃহীত

ইসরাইলের নেগেভে সামরিক ঘাঁটি ও এলাত বন্দরে ইয়েমেনি ড্রোন হামলা। গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৬১ জন, জাতিসংঘ জানাচ্ছে শিশুদের মধ্যে অপুষ্টি বাড়ছে। বিস্তারিত পড়ুন।


বিজ্ঞাপন


গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে সংঘটিত এ হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয়—এর মধ্যে দুটি নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এবং একটি এলাত বন্দরে আঘাত হানে।

ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন,

“আল্লাহর কৃপায় অভিযানটি নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।”

তিনি আরও জানান, গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ অব্যাহত থাকবে।

গাজায় নিহতের সংখ্যা বাড়ছে

এদিকে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বোমাবর্ষণে অন্তত ২৩ জন নিহত হন। দক্ষিণের রাফাহ অঞ্চলেও ত্রাণ বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি।

ইসরাইলি বাহিনী উত্তর গাজার ১৬টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ গাধা গাড়ি ও পায়ে হেঁটে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটছে। জ্বালানির সংকটে তাদের যাত্রা ভয়াবহ দুর্ভোগে পরিণত হয়েছে।

-এমকে

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা