Logo Logo
বিশ্ব

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫০


Splash Image

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া ও ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

তবে আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন এলাকায় ঘটেছে, তা সরকারি সূত্রে এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বরাতে জানা গেছে, পূর্ব ইরাকের আল-কুট শহরের একটি হাইপারমার্কেটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি পাঁচ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের বিশাল অংশ দাউদাউ করে জ্বলছে। আকাশমুখী ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বিস্তৃত হচ্ছে আশপাশে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও, স্থানীয় গভর্নর জানিয়েছেন— ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। এদিকে, ভবন ও মলের মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। গভর্নরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইরাকে অগ্নিকাণ্ডজনিত বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ভবন নির্মাণে ত্রুটি, অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি প্রতিরোধক ব্যবস্থার অভাবকেই দায়ী করা হয়েছিল। সাম্প্রতিক এই দুর্ঘটনাও ইরাকের বিপণিবিতান ও জনসমাগমস্থলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা