Logo Logo
ইসলাম
ফাতওয়া ২ : যাকাত

যাকাতের প্রকৃত হকদার কারা? ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি জানুন


Splash Image

প্রশ্ন: যাকাত পাওয়ার অধিক হকদার কারা? উত্তর:


বিজ্ঞাপন


যাকাতের প্রকৃত হকদার হলেন সেই গরীব মুসলিম, যার কাছে দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত কুরবানির নেসাব পরিমাণ সম্পদ নেই। হাদিসে এসেছে, যাকাত ধনীদের থেকে সংগ্রহ করে গরীবদের মধ্যে বিতরণ করতে হবে।

রাসুলুল্লাহ ﷺ মুআয ইবনে জাবাল রা.-কে ইয়ামান প্রেরণকালে বলেছিলেন:

“তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ, যারা আহলে কিতাব। প্রথমে তাদের আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করো। তারা মানলে জানিয়ে দিও, দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। তারা তা গ্রহণ করলে জানাও, আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে সংগ্রহ করে গরীবদের মধ্যে বিতরণ করা হবে।”

(সহীহ বুখারি: ১৪২৫, সহীহ মুসলিম: ১৩২)

কুরবানির নেসাব:

সাড়ে ৭ ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রূপা কিংবা রূপার সমমূল্যের সম্পদ। এ পরিমাণ সম্পদ থাকলে ব্যক্তি গরীব বলে গণ্য হবেন না।

যাকাত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্তরা:

✔ দীনদার ও অভাবী মুসলিম

✔ নিকট আত্মীয় যারা যাকাত পাওয়ার যোগ্য

✔ আলেম ও তালিবে ইলম

✔ মুজাহিদ ও মুসাফির

✔ যারা অভাবী হলেও মানুষের কাছে হাত পাততে পারে না

এই বিষয়টি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে—

“যাকাত তো কেবল গরীব, অভাবী, যাকাত আদায়ে নিয়োজিত কর্মী, অন্তরের মিলনের জন্য, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত।” (সূরা তাওবা: ৬০)

তথ্যসূত্র:

রুহুল মাআনী: ৫/৩১৫; তাফসীরে নাসাফী: ১/৬৮৮; সহীহ বুখারী: হাদীস ১৪৬৬; সহীহ মুসলিম: ২/৬৯৪; আল-বাহরুর রায়েক: ২/২৬২; ফাতহুল বারী: ৩/৩২৫।

والله تعالى أعلم بالصواب

উত্তর প্রদানকারী:

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

আরও পড়ুন

“সময় যত লাগুক, গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবেই” – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
“সময় যত লাগুক, গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবেই” – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা