বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭টায় শহরের মালিবাগ এলাকায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উদ্বোধন শেষে প্রতিযোগিরা মালিবাগ থেকে দৌড় শুরু করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে স্টেডিয়াম চত্বরে জুলাই গণঅভ্যুথান বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আল-আমিনসহ নড়াইলের গণঅভ্যুথান দিবস উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি