Logo Logo

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, দাবি ট্রাম্পের


Splash Image

হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিজ্ঞাপন


তার দাবি, ওই উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে।

হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।”

তিনি আরও জানান, এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ওই সংঘাতের সূচনা হয়। মে মাসের যুদ্ধবিরতির আগ পর্যন্ত উভয়পক্ষ একাধিকবার বিমান, ক্ষেপণাস্ত্র ও কামানের মাধ্যমে আক্রমণ-পাল্টা আক্রমণে লিপ্ত হয়।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অপরদিকে ভারতের শীর্ষ জেনারেল জানিয়েছেন, সংঘাতের প্রথম দিন ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং শেষদিকে তারা ‘ভালো অবস্থানে’ পৌঁছায়। ভারতের দাবি অনুযায়ী, পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ তারা ভূপাতিত করেছে। যদিও ইসলামাবাদ এই দাবির প্রেক্ষিতে তাদের কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

৭ মে ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে বোমাবর্ষণ করে। এরপর থেকেই শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের লড়াই। এতে ডজনখানেক মানুষের প্রাণহানি ঘটে।

কাশ্মীরের ওই হামলার জন্য নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র হামলার নিন্দা করলেও কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ১০ মে ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে এবং তাঁর মধ্যস্থতার ফলেই যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে নয়াদিল্লি জানায়, বাইরের কোনো হস্তক্ষেপ নয়, সমস্যা দ্বিপক্ষীয়ভাবেই সমাধান করতে চায় ভারত। ট্রাম্পের হস্তক্ষেপ কিংবা বাণিজ্য আলোচনা বন্ধের হুমকিতেও তাদের অবস্থান বদলায়নি বলে জানিয়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র এখন ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে, যদিও পাকিস্তান ছিল ওয়াশিংটনের এক সময়কার ঘনিষ্ঠ মিত্র।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এপ্রিলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যা থেকেই এ সংঘাতের সূত্রপাত ঘটে। এটি ছিল দুই পারমাণবিক প্রতিবেশী দেশের দীর্ঘ বৈরিতার সর্বশেষ প্রকাশ্য উত্তেজনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...