ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ইসরায়েলি দখলদারদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনিদের পশুরাও। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এবার নিরীহ প্রাণীদের ওপর হামলা চালিয়ে অন্তত ১১৭টি ভেড়া হত্যা করেছে এবং শতাধিক ভেড়া চুরি করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার (১৮ জুলাই) রাতে অধিকৃত পশ্চিম তীরের বেদুইন অধ্যুষিত আরাব আল-কাবানেহ এলাকায় দখলদার বসতি স্থাপনকারীরা এ হামলা চালায়। রাতভর পরিচালিত এ সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক ও ভেড়ার মালিকরা।
স্থানীয় বাসিন্দা সালেম সালমান মুজাহিদ বলেন,
“বসতি স্থাপনকারীরা দল বেঁধে আক্রমণ করে। আমি তাদের উদ্দেশ্য জানতে চাইলে তারা উত্তর না দিয়ে আমাদের ওপর হামলা চালায়। সেনাবাহিনী এসে উল্টো আমাকে হাতকড়া পরিয়ে আটক করে।”
তিনি আরও জানান,
“আমার ভেড়ার পালকে তারা গুলি করে হত্যা করে। প্রাণীদের এভাবে নৃশংসভাবে হত্যার দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারব না।”
ফিলিস্তিনিদের উচ্ছেদের কৌশল
ফিলিস্তিনি ভূমি প্রতিরক্ষা কমিশনের প্রধান মাওয়াদ শাবান বলেন,
“এটি কোনো একক ঘটনা নয়। ফিলিস্তিনিদের জমি দখল করতে ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই ভেড়া ও অন্যান্য পশুদের হত্যা করা হচ্ছে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্প্রতি বসতি স্থাপনকারীদের পাশাপাশি ইসরায়েলি সেনাদের হামলা বেড়ে গেছে। তবে আরাব আল-কাবানেহ এলাকায় ভেড়ার ওপর এই হামলার বিষয়ে দখলদার বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলা বিশ্বব্যাপী তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। মানুষের পাশাপাশি প্রাণীদের ওপরও হামলা চালানো ইসরায়েলি নৃশংসতার নতুন মাত্রা—বিশ্ব গণমাধ্যমে এমন সমালোচনা উঠে এসেছে।
-এমকে