বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে তিনি প্রেসক্লাব প্রাঙ্গণে (নিজস্ব প্রস্তাবিত স্হায়ী কমপ্লেক্সে) উপস্থিত হয়ে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক প্রেসক্লাবের আধুনিকায়ন ও সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন জরুরি।
জেলা প্রশাসক পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর হেলাল।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার) , শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সদস্য, আবু মুছা আল শিহাব, হাসানুজ্জামান, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ,
আহসান হাবীব, জসিম উদ্দিন , মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, সিদ্দিকুর রহমান নয়ন । এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-হাসান আহমেদ