Logo Logo
আইন-আদালত
বাকেরগঞ্জে

জামাল খাঁন হত্যা মামলায় ১০ জন কারাগারে


Splash Image

বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় এজাহারভুক্ত ১০ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২২/৭/২০২৫ ইং মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. ফারুক হোসেন জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


কারাগার প্রেরণ করা আসামীর হলেন হাফেজ খান, ইউনুস খান, কাওছার খান, মোনায়েম খান, দেলোয়ার খান, আনোয়ার খান, খোকন খান, এলেম খান, কাওছার খান ও এনায়েত খান। আসামী পক্ষে আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না ও এ্যাডভোকেট মামুন চৌধুরী আদালতে শুনানি করেন।

হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের ইব্রাহিম খানের পুত্র জামাল খানের সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে একই গ্রামের ইউনুস খান ও তার পুত্র হাফেজ খানদের বিরোধ ছিল।

পূর্ব বিরোধের জের ধরে গত ৭মে রাত সাড়ে ১০ টায় আসামি হাফেজ খান, কাওসার খান ও দেলোয়ার খান নিহত জামাল খানকে তার বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। পরদিন ৮ মে গুচ্ছগ্রামের জাকির খানের পরিত্যক্ত ঘর থেকে পুরোনো জামা দিয়ে গলায় ফাঁস দেয়া জামালের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় গত ৮মে রাতে নিহতের ভাই রাকিব খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলা আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের সপ্তাহের জামিন নেয়।

হাইকোর্টের নির্দেশে আসামীরা মঙ্গলবার আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

-(বরিশাল) প্রতিনিধি

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন