Logo Logo

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা

গাজা যুদ্ধবিরতির পর ইয়েমেন থেকে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা!


Splash Image

ছবি: সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনী ২৫ জুলাই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলে সাইরেন বাজানোর পর ঘটেছে। হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়েছে, বিশেষ করে গাজা যুদ্ধবিরতির পর থেকে।


বিজ্ঞাপন


২৫ জুলাই ২০২৫ তারিখে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ইসরাইলি সেনাবাহিনী সেটি ভূপাতিত করতে সক্ষম হয়। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দুপুরে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর, ইসরাইলি বিমান বাহিনী তৎক্ষণাৎ ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।

ইসরাইলি দৈনিক "ইয়েদিয়োথ আহারোনোথ" জানিয়েছে, সাইরেন শোনা গেছে আরাদ, কিরিয়াত আরবা এবং আইন গেদি এলাকায়। এসব এলাকা ছিল ক্ষেপণাস্ত্র আক্রমণের লক্ষ্যস্থল। হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্রতর করেছে, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির পর ইসরাইলের নতুন অভিযান শুরুর পর।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৫৯ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নের প্রতিবাদে এসব হামলা চালাচ্ছে।

হুথি গোষ্ঠীর আক্রমণ থামাতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, তবে হুথিদের হামলা এখনও অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...