Logo Logo

বিহারে অজ্ঞান তরুণীকে অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণ


Splash Image

ছবিটি এআই দ্বারা নির্মিত।

নিরাপত্তা বাহিনীর শারীরিক পরীক্ষায় অংশ নিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। পরে চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় সেই অ্যাম্বুলেন্সেই সংঘটিত হয় নারকীয় ঘটনা—অজ্ঞান তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের বোধ গায়ায়। ২৪ জুলাই গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে ‘হোম গার্ড’ পদে নিয়োগের শারীরিক পরীক্ষায় অংশ নিতে যান ২৬ বছর বয়সী ওই তরুণী। পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তখন কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠায়।

তরুণীর অভিযোগ, অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় থাকাকালীন একাধিক ব্যক্তি তার ওপর পাশবিক নির্যাতন চালায়। জ্ঞান ফেরার পর তিনি এই ঘটনা সম্পর্কে পুলিশকে জানান।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় বোধ গায়া থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের সাহায্যে অ্যাম্বুলেন্সের গন্তব্য ও গতিপথ নিশ্চিত করা গেছে।

তরুণীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা পরীক্ষার পরিবেশ নিয়েও উঠেছে প্রশ্ন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...