Logo Logo

ইরানের একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ৫


Splash Image

ছবি : সংগৃহীত।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।


বিজ্ঞাপন


শনিবার (২৬ জুলাই) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অজ্ঞাত পরিচয়ধারী সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে প্রবেশ করে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। যদিও প্রথমিকভাবে হতাহতদের পরিচয় কিংবা হামলার পেছনে দায়ী গোষ্ঠীর বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অন্যতম হটস্পট হিসেবে পরিচিত। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে ইতিপূর্বে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা গেছে। ফলে এই এলাকায় এমন ধরনের হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

হামলার তদন্ত এখনো চলছে, এবং ইরানের নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...