Logo Logo

সেনা অভিযান থেকে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি

সেনা অভিযানে ঠাকুরগাঁওয়ে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার


Splash Image

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার হয়েছে। মোহাম্মদ ইসরাফিল দীর্ঘদিন ধরে এই সার মজুদ করে কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন।


বিজ্ঞাপন


২৪ জুলাই ২০২৫, ঠাকুরগাঁও জেলা: ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকায় সেনাবাহিনীর এক অভিযানে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার উদ্ধার করে।

মোহাম্মদ ইসরাফিল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইসরাফিল অবৈধ সার বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রি করতেন। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে মোহাম্মদ ইসরাফিল বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ৯৪৭ বস্তা অবৈধ সার উদ্ধার করি। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন, তবে উদ্ধারকৃত সারের নিয়ন্ত্রণ কৃষি অফিসারের হেফাজতে রয়েছে। এসব সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিতরণ করা হবে।"

-মোঃ হুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...