Logo Logo

সমুদ্রে মাছ সংকট, ট্রলিং বোট নিষিদ্ধের দাবি


Splash Image

পটুয়াখালীর কুয়াকাটায় শত শত মৎস্যজীবীর উপস্থিতিতে ট্রলিং বোট নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৎস্যজীবীরা অভিযোগ করছেন, অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রে মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং মাছের পোনা মারা যাচ্ছে।


বিজ্ঞাপন


পটুয়াখালীর কুয়াকাটায় ট্রলিং বোট নিষিদ্ধের দাবিতে মৎস্যজীবীরা গত ২৭ জুলাই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। অভিযোগ, অবৈধ ট্রলিং বোট এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় বঙ্গোপসাগরে মাছের উৎপাদন কমে গেছে, ফলে মাছের সংকট দেখা দিয়েছে। মৎস্যজীবীদের মতে, ট্রলিং বোটের কারণে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে, যার ফলে সমুদ্রের মাছ শূন্য হয়ে পড়বে।

এ অঞ্চলে ট্রলিং বোটের সংখ্যা ৫০ থেকে ৬০টি হলেও লম্বাজাল, খুটাজাল, এবং ছান্দিজালের ট্রলার হাজার হাজার। ট্রলিং বোটের কারণে সরকারী পরিকল্পনা অনুযায়ী মাছ উৎপাদন বাড়ানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি, নিজাম শেখ বলেছেন, নিষিদ্ধ ট্রলিং বোটের কারণে সাগরে মাছের সংকট দেখা দিয়েছে এবং এই অবস্থা চলতে থাকলে মৎস্য শিল্পে ক্ষতি আরও বাড়বে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ কামরুল ইসলাম জানান, কিছু ট্রলিং বোট মালিক উচ্চ আদালত থেকে রীট নিয়ে মাছ ধরছে, যার কারণে আইনগতভাবে কিছু করা যাচ্ছে না। তবে অবৈধ জাল এবং মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

-জাকারিয়া জাহিদ, পটুয়াখালি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...