Logo Logo

নৌকাডুবি, নাইজেরিয়া, ডুবে মৃত্যু

নাইজেরিয়ার নাইজার রাজ্যে নৌকাডুবিতে ২৫ জনের প্রাণহানি


Splash Image

নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) মুনিয়া অঞ্চল থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাটি শিরোরো এলাকায় ডুবে যায়।


বিজ্ঞাপন


তাৎক্ষণিক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে বহু যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই স্থানীয় বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নাইজার রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে উদ্ধারকারী দল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ায় বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী বোঝাই, দুর্বল নৌযান এবং খারাপ আবহাওয়া – এসবই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে আসে। দেশটির নদী ও হ্রদভিত্তিক গণপরিবহন ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...