Logo Logo

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া, তবুও থামেনি গোলাগুলি


Splash Image

দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধে জর্জরিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘর্ষ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে রোববার (২৭ জুলাই) চতুর্থ দিনে গড়িয়েছে।


বিজ্ঞাপন


এতে এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই থাইল্যান্ডের বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

সীমান্তে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে এখনও সীমান্তে গোলাগুলি বন্ধ হয়নি।

থাইল্যান্ডের সুরিন প্রদেশের গভর্নরের বরাতে জানা গেছে, গোলাবর্ষণে একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু গবাদি পশু প্রাণ হারিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সিসাকেট প্রদেশ থেকেও ভোরবেলা গোলাগুলির শব্দ শোনা গেছে।

চলমান সংঘর্ষের জেরে সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দুই দেশের মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন এবং উভয় দেশ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে। ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যালে' লিখেন: “উভয় দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চাইছে।”

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়ে নিজের ফেসবুক বার্তায় লেখেন, “কম্বোডিয়া দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।” অপরদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ফেসবুকে লেখেন, “আমরা নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত। তবে আমরা কম্বোডিয়ার পক্ষ থেকে আরও আন্তরিকতা দেখতে চাই।”

দুই দেশের মধ্যে প্রায় ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তের একটি অনির্ধারিত অংশ নিয়েই দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের কেন্দ্রবিন্দু হলো ১১ শতকের প্রাচীন হিন্দু মন্দির ‘প্রেহা ভিহিয়র’ এবং এর আশপাশের মুয়েন থম মন্দির। উভয় দেশই এই প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মালিকানা দাবি করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...