বিজ্ঞাপন
ভূমিকম্পের পরপরই জাপানের কিছু অংশে সুনামি আঘাত হানে এবং তিন মিটার বা ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, সুনামির আঘাতে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর নগরী প্লাবিত হয়েছে এবং সেখানে বসবাসরত প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের অনেক ভবন সমুদ্রের পানিতে ডুবে গেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের কেউই গুরুতর নয় বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও সুনামির প্রভাব পড়েছে। সেখানে ৩০ সেন্টিমিটার (এক ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লোকজন গাড়ি বা পায়ে হেঁটে উঁচু স্থানের দিকে ছুটে যাচ্ছে। এনএইচকে টেলিভিশনে বিশেষ সম্প্রচার শুরু করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের লোকজনকে অবিলম্বে সরে যেতে বলা হচ্ছে। টেলিভিশনের পর্দায় টিকারে ‘সরে যান’ বার্তা প্রদর্শিত হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ঢেউয়ের উচ্চতা এক মিটার হতে পারে বলে সতর্ক করেছিল, পরে সেটি বাড়িয়ে তিন মিটার করা হয়। সতর্কতা জারি করা হয়েছে জাপানের উত্তর ও পূর্ব উপকূল থেকে শুরু করে দক্ষিণের ওয়াকায়ামা পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে। এছাড়া টোকিও ও ওসাকা উপসাগরসহ বেশ কয়েকটি ছোট দ্বীপেও এক মিটার পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস রয়েছে।
বিশেষ সতর্কতায় বলা হয়েছে, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস জানায়, ১৯৫২ সালের পর এই ভূমিকম্পটি রাশিয়ার কামচাটকা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী কম্পন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ বললেও পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ২০০৪ সালের ভয়াবহ সুনামি সৃষ্টিকারী ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি।
ভূমিকম্পের পর পরই আফটারশকেরও খবর পাওয়া গেছে। অন্তত ছয়টি আফটারশক হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং আরেকটি ছিল ৬ দশমিক ৩।
বর্তমানে রাশিয়া ও জাপানের উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে নিরাপদে থাকতে এবং নির্দেশনা অনুসরণ করতে আহ্বান জানিয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...