Logo Logo

ভারতের পণ্যে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


Splash Image

ভারতের সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে দেশটির রপ্তানি পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিজ্ঞাপন


বুধবার (৩০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত— ওরা আমার বন্ধু। তবে তারা ২৫ শতাংশ শুল্ক দেবে।”

তিনি এ মন্তব্য করেন যখন এক সাংবাদিক জানতে চান ভারতীয় পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে কি না।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার সিএনবিসিকে বলেন, ভারতের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, “তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে, আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আরও কিছু দরকষাকষি করতে হবে, দেখতে হবে তারা কতদূর এগোতে চায়।”

সিএনএন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বাণিজ্য চুক্তিগুলোর শর্তে জোর দিয়ে এসেছেন যেন অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য তাদের বাজার খুলে দেয়। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট অচলাবস্থার কথা স্পষ্টভাবে জানানো হয়নি।

ভারতের বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে বলেন, চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এবং আগামী ১ আগস্টের মধ্যেই তা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প যদিও ভারতকে উদ্দেশ করে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠিতে শুল্ক আরোপের ঘোষণা দেননি, তবে এর আগে ২০২৫ সালের ২ এপ্রিল তিনি ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেন, যা পরবর্তীতে স্থগিত করা হয়।

ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে, ভারতের উচ্চ শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিকভাবে ক্ষতিকর। তার ভাষ্য, “ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। সেখানে পণ্য বিক্রি করা খুব কঠিন।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্র ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ভারত আমদানি করেছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষেই।

ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, মোবাইল ও যোগাযোগ যন্ত্রপাতি এবং তৈরি পোশাক।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, “তারা যে পরিমাণ শুল্ক নেয়, তা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।” তিনি আরও বলেন, “আপনারা আমাদের যথাযথ সম্মান দেখাচ্ছেন না।”

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের মন্তব্যকে “অকালপক্ব” বলে অভিহিত করেন। তিনি বলেন, “কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনাগুলো জটিল ও সূক্ষ্ম।”

এছাড়া, গত ১৫ মে কাতারের দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, ভারত এমন একটি প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে শুল্ক দিতে হবে না। তবে ভারত তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্য অস্বীকার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...