বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভি-র বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের আওতায় এই পদক্ষেপের অংশ হিসেবে বিশ্বজুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি ও বিপণনের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে লেনদেনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এ ধরনের কার্যক্রম মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসবাদে অর্থায়নের পথ খুলে দেয় বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো:
Alchemical Solutions Pvt. Ltd.
Global Industrial Chemicals Ltd.
Jupiter Dye Chem Pvt. Ltd.
Romniklal S Gosalia & Company
Persistent Petrochem Pvt. Ltd.
Kanchan Polymers
মার্কিন অভিযোগ অনুযায়ী, Alchemical Solutions Pvt. Ltd. ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করে।
Global Industrial Chemicals Ltd. ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৫ কোটি ১০ লাখ ডলারের পেট্রোকেমিক্যাল কিনেছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে Jupiter Dye Chem Pvt. Ltd. টলুইনসহ ৪ কোটি ৯০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।
Romniklal S Gosalia & Company ২ কোটি ২০ লাখ ডলারের মিথানল ও টলুইন কেনার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
Persistent Petrochem Pvt. Ltd. ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ডলারের পণ্য কিনেছে।
সবচেয়ে কম পরিমাণে, Kanchan Polymers ইরানি পলিথিন পণ্য আমদানিতে জড়িত ছিল বলে ১৩ লাখ ডলারের লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান এসব পণ্য রপ্তানি করে যে আয় করে তা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী ও সহিংস রাজনৈতিক উপাদানগুলোকে অর্থ সহায়তা দেয়।
তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ‘Specially Designated Nationals (SDN)’ তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য শাস্তি নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া।
ভারতের বাইরেও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠানকেও একই অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...