Logo Logo

ঐতিহাসিক অর্জন: ডব্লিউএইচও কর্তৃক ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেল মদিনা


Splash Image

সৌদি আরবের পবিত্র মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জানুন কীভাবে ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মদিনা পূর্ণ করল সব মানদণ্ড।


বিজ্ঞাপন


সৌদি আরবের পবিত্র মদিনা শহর পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর বিশেষ স্বীকৃতি। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানের হাতে ‘স্বাস্থ্যকর শহরের’ স্বীকৃতি সনদ তুলে দেন।

এ উপলক্ষে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেন, মদিনার এই স্বীকৃতি দেশের জনগণের জীবনমান উন্নয়নের এক অনন্য উদাহরণ। তিনি আরও জানান, মদিনার চলমান উন্নয়ন কার্যক্রম আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একটি শীর্ষস্থানীয় মডেল হিসেবে গড়ে উঠছে, যা সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই স্বীকৃতির ফলে জেদ্দার পর মদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

ডব্লিউএইচও’র মানদণ্ড অনুযায়ী একটি শহরকে স্বাস্থ্যকর ঘোষণা করতে হলে পার্ক, হাঁটার জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানসহ মোট ৮০টি শর্ত পূরণ করতে হয়। মদিনা সবগুলো শর্ত পূরণ করে পূর্ণ ৮০ পয়েন্ট অর্জন করে তালিকায় জায়গা করে নেয়।

বিশ্লেষকদের মতে, মদিনার এই অর্জন শুধু সৌদি আরব নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের বিষয়। এটি নগর উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের ক্ষেত্রে সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন।

- সূত্র: আরব নিউজ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...