Logo Logo

মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাব

ট্রাম্পের নির্দেশে রাশিয়ার কাছে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েন


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের কড়া জবাব হিসেবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিজ্ঞাপন


এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।

শুক্রবার (১ আগস্ট) ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি তাকে (মেদভেদেভ) বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়ই আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি, আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “একটা হুমকি এসেছে এবং আমাদের কাছে এটি ভালো মনে হয়নি। তাই সাবধানতার জন্যই আমাকে এই নির্দেশ দিতে হয়েছে। মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। কারণ যে হুমকির ভিত্তিতে আমার এ পদক্ষেপ, সেটি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আমরা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে রক্ষা করব।”

সামরিক প্রটোকল অনুসারে, সাবমেরিনগুলো কোথায় বা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে তিনি জানান, সাবমেরিনগুলো যে কোনো সময় নির্দেশ পেলেই আঘাত হানতে প্রস্তুত।

রাশিয়ার প্রভাবশালী রাজনীতিক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ অতীতে দুই মেয়াদে প্রধানমন্ত্রী এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে। পরে তিনি সেই সময়সীমা কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন। এর পরিপ্রেক্ষিতে মেদভেদেভ এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের প্রতি কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো সম্ভাব্য যুদ্ধের দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

মেদভেদেভের এই বক্তব্যের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের মতো কৌশলগত সিদ্ধান্ত আসে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রুশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ট্রাম্পের ঘোষণার পর মস্কোর শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। বিনিয়োগকারীরা পরিস্থিতির আরও অবনতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...