বিজ্ঞাপন
মায়ের এমন চিরবিদায় যেন জীবনের সবচেয়ে অন্ধকার সকাল হয়ে এসেছে ভাইবোনদের কাছে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন, “আমাদের বুক ভেঙে চুরমার হয়ে গেছে… আম্মা আমাদের শুধু একজন অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন আমাদের গোটা জগতের কেন্দ্রে থাকা শক্তি ও ভরসার আশ্রয়।”
শোকাহত সন্তানেরা বলেন, “আম্মার স্নেহ-মমতা, ভালোবাসা, দোয়া — সবই ছিল আমাদের প্রতিটি কাজে প্রেরণার উৎস। প্রতিটি কান্না, প্রতিটি ব্যথা প্রশান্তি পেত তাঁর আঁচলের নিচে। আজ সেই আঁচল আর নেই, সেই ছায়া আমাদের মাঝে নেই।”
মায়ের বিদায় শুধু একটি প্রাণের প্রস্থান নয় — এটি এক যুগের অবসান। তাঁর না থাকা পৃথিবীটাকে অনেক একা করে দিয়েছে। সন্তানদের হৃদয়ে এখন একটিই প্রার্থনা: “আল্লাহ যেন আমাদের প্রিয় আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন।”
পরিবারটি সব আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পাঠকের কাছে বিনীতভাবে দোয়ার অনুরোধ জানিয়েছেন — যেন এই মহান মায়ের রূহের মাগফিরাতের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেন।
অন্তরের গভীর কষ্টে তারা আরও বলেছেন, “আম্মা, আপনি আমাদের দোয়ার মধ্যে থাকবেন — প্রতিদিন, প্রতিক্ষণ। হে আমাদের প্রতিপালক, আমাদের আব্বা-আম্মা উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাদের শৈশবে লালন-পালন করেছেন। আমিন।”
সিলেট প্রতিনিধি এ কে আজাদের মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি ‘দৈনিক ভোরের বাণী গ্রুপ অব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স’র পক্ষ থেকে জানাই গভীর শোক ও সমবেদনা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...