বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকার বিমানবন্দরের রানওয়েতে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মার্কিন কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (এফএএ) বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের। এটি পরিচালনায় ছিল মার্কিন বিমান প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন।
জানা গেছে, জরুরি চিকিৎসা সেবার অংশ হিসেবে বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে একজন গুরুতর অসুস্থ রোগীকে আনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই এটি বিস্ফোরিত হয়ে বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে।
নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, “সম্ভবত উড্ডয়নের পরপরই চালক বুঝতে পারেন বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি অবতরণের চেষ্টা করছিলেন।”
নাভাজো নেশনের জরুরি পরিষেবা বিভাগের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল বলেন, “নিউ মেক্সিকো থেকে একজন রোগীকে আনতেই রওনা হয়েছিল বিমানটি।” তবে রোগীটি বিমানে ছিলেন না বলেও নিশ্চিত করা হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রিন। তিনি বলেছেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” সেই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।
বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানিয়েছে, তারা তদন্তে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...