বিজ্ঞাপন
নিহতরা হলেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় জানিয়েছে, নিহতদের সাহস ও নিষ্ঠা সেনাবাহিনীকে চিরদিন অনুপ্রাণিত করবে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চলা গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন। এ নিয়ে অভিযানে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিচ্ছেন, যা সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের অন্যতম বৃহৎ অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের ঘটনাও দেখা গেছে। সেনা বাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবর পেয়ে শুক্রবার সকাল থেকে অভিযান শুরু হয়। পুলিশ ও সেনার শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন।
জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত জানিয়েছেন, “ভূখণ্ড ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করব।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...