Logo Logo

প্রতিবেশী দেশগুলো আমাদের থেকে সরে যাচ্ছে : মোদিকে শারদ পাওয়ার


Splash Image

ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, প্রতিবেশী দেশগুলো এখন ভারতের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের পছন্দও করছে না। এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা।


বিজ্ঞাপন


শনিবার পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শারদ পাওয়ার বলেন, “আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে, সেটি উপেক্ষা করা উচিত নয়। পাকিস্তান বর্তমানে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপও আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।”

তিনি বলেন, ভারতের বিদেশনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। শারদ পাওয়ার আরও বলেন, “মোদির জন্য এটা উপেক্ষার বিষয় হতে পারে না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়।”

প্রসঙ্গক্রমে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ককে শারদ পাওয়ার ‘চাপ দেওয়ার একটি কৌশল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের সরকারকে এই মূহূর্তে ভারতীয় জনগণের সমর্থন পেতে হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকতে হবে।”

ট্রাম্পের ব্যতিক্রমী আচরণ নিয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রী বলেন, “ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছেন, তখন তার কাজ করার ধরণ আমরা দেখেছি। তিনি আবেগপ্রবণ এবং মনে যা আসে তা সরাসরি বলেন, যার ওপর কারও নিয়ন্ত্রণ নেই।”

শারদ পাওয়ারের এ মন্তব্যগুলো ভারতের পররাষ্ট্র নীতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...