আনাস আল-শরিফ দীর্ঘদিন ধরে উত্তর গাজার ঘটনাবলি নিবিড়ভাবে কভার করে আসছিলেন বলে আল-জাজিরা জানিয়েছে।
বিজ্ঞাপন
গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, নিহতরা হামলার সময় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য তৈরি একটি অস্থায়ী প্রেস টেন্টে অবস্থান করছিলেন।
নিহত সাংবাদিকরা হলেন—সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। এদের মধ্যে আনাস আল-শরিফ দীর্ঘদিন ধরে উত্তর গাজার খবর কভার করে আসছিলেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিচ্ছিলেন।
আল-জাজিরা এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলেছে, এটি ছিলো সাংবাদিকতার স্বাধীনতার ওপর আরেকটি সুস্পষ্ট ও পূর্বপরিকল্পিত আক্রমণ। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা বিশ্ব গণমাধ্যমের জন্য একটি ভয়াবহ দৃষ্টান্ত এবং তাৎক্ষণিকভাবে তদন্ত ও বিচার দাবি করা হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে, আনাস আল-শরিফ নাকি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন। তবে এ বিষয়ে আল-জাজিরা এবং ফিলিস্তিনি পক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এই মর্মান্তিক ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
-এমকে
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...