বিজ্ঞাপন
অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এলাকায় এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে গঠিত টিমের সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুদকের কাছে জমা পড়ার পর এ অভিযান পরিচালনা করা হয়। “সারেজমিনে এসে আমরা যা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে এটি একটি অপরিকল্পিত প্রকল্প। ৪ কোটি ৮৬ লাখ টাকার এই প্রকল্পে ১ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হয়েছে, যার পুরো অর্থই কার্যত জলে ভেসে গেছে। শুরুতেই একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি,” বলেন তিনি।
তিনি আরও জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত কমিশনের কাছে জমা দেওয়া হবে। পরবর্তীতে দুদক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক - জাকারিয়া জাহিদ, কলাপাড়া, পটুয়াখালী।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...