বিজ্ঞাপন
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৫২.২২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে।
ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানিয়েছেন, উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বাড়ছে। তিনি বলেন, “নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো ইতোমধ্যেই তলিয়ে গেছে। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে পানি আরও বৃদ্ধি পেতে পারে।”
বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নীলফামারীর পাশাপাশি তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের নদীপারের অনেক এলাকা তলিয়ে গেছে। নীলফামারীতে ডিমলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়ন, রংপুরে গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, লালমনিরহাট এবং কুড়িগ্রামের বিভিন্ন ভাটি এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধার তৎপরতায় জোর দিয়েছে। বাঁধ এবং নিম্নাঞ্চলবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...